ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন জলাশয় থেকে কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুর একটার দিকে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকার পুকুর থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস এম রাসেল ইসলাম নূর।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, আনসার ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মো. ফকরুজ্জামান, শাহজাহান খান, যুবলীগের সভাপতি মুরাদ হোসেন সহ বিভিন্ন স্তরের জনগণ।
Drop your comments: