এম আই সুমন, ইবি প্রতিনিধি:
কুড়িগ্রামের চর এলাকায় শীতবস্ত্র বিতরন করে অসহায়দের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্চাসেবী সংগঠন “তারুণ্য”।
জানা যায়,সংগঠনটির উদ্যোগে চরের প্রায় অর্ধশতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) কুড়িগ্রামের চর ভেলাকোপা এবং চর সংলগ্ন প্রায় অর্ধশতাধিক (৬০ টি) শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা এবং কুড়িগ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবক ফয়সাল, হীরা, মামুন, রাশেল, আশিক, মানিক, আকাশ প্রমুখ।
এসময় চরের শীতার্ত মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা।একাজে সহযোগীতা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পৃষ্ঠপোষকও।
এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারুণ্যের উপদেষ্টাবৃন্দ। তারুণ্য’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল বলেন, শীতার্ত মানুষেরা মানবেতর জীপনযাপন করছেন। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে মানবিক দায়িত্ব পালন করার জন্য সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক অভিনন্দন।পাশাপাশি তিনি সকলকে শীতার্ত মানুষের সেবায় সাধ্যানুযায়ী সহযোগিতার আহ্বান জানান।
এছাড়াও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সামাজিক সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০০৯ সালের ২৯ শে জুলাই প্রতিষ্ঠার পর থেকে তারুণ্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। রক্তদান কর্মসূচী, তারুণ্য লাইব্রেরি,বন্যার্তদের ত্রাণ বিতরণ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,লিডারশীপ ট্রেনিং, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ,অসহায় শিক্ষার্থীদের সহায়তা এর মধ্যে উল্লেখযোগ্য।