নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের মধ্য-বীজবাগ গ্রামের ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রী ১১ বছর বয়সী একটি শিশু মোক্তব থেকে পড়ে বাড়ি ফেরার পথে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার নুরুল আমিন প্রকাশ বাবুকে (৩৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।
এরআগে মঙ্গলবার, ১৩ জুলাই সকালে সেনবাগ থানার এসআই তারেকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এক অভিযান চালিয়ে বখাটে বাবুকে গ্রেফতার করে। বখাটে নুরুল আমিন প্রকাশ বাবু উপজেলার মধ্য-বীজবাগ গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ির আবদুল করিম মিয়ার ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী (১১) মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মোক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে একই বাড়ির আবদুল করিম মিয়ার বখাটে ছেলে বাবু ওই শিশুটিকে জোরপূর্বক রাস্তা থেকে মুখ চেপে ধরে শিশুটিকে নিজ বসতঘরে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ও যৌন হয়রানি করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশী মোজাম্মেল এগিয়ে এসে শিশুটিকে বখাটের হাত থেকে রক্ষা করে।
এঘটনায় শিশুটির মা বাদি হয়ে মঙ্গলবার বখাটে নুরুল আমিন প্রকাশ বাবুকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করে। পুলিশ জানায়, বখাটে বাবুকে বুধবার সকালে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।