এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশকে শোষণমুক্ত করতে হলে ইসলামকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। চট্টগ্রাম নগরীর মোহরা উত্তর ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১০ ডিসেম্বর মঙ্গলবার মোহরা উত্তর সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি ক্বারী মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড টিম সদস্য ফারুক এলাহীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, থানা সেক্রেটারি জসিম উদ্দীন সরকার, জামায়াত নেতা মোস্তফা হেলালী, প্রফেসর জসিম উদ্দিন, ড. জাকির হোসাইন হাওলাদার প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ইসলাম বিজয়ী হলে মানবতার বিজয়ের পথ তৈরি হবে। তাই দলে দলে জামায়াতে ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কাজ করতে হবে। ৫৩ বছরে দেশে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবার জামায়াতে ইসলামীকে বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়তে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মেলনে বিপুল সংখ্যক জামায়াত সমর্থক উপস্থিত ছিলেন।