চট্টগ্রামে বেড়াতে এসে চাচাতো বোনের বান্ধবীর যোগসাজশে পুলিশের সোর্সের হাতে ধর্ষণের শিকার হলেন এক নারী। রোববার রাতে নগরীর ডবলমুরিং থানার সুপারিপাড়ায় জঘন্য এ ঘটনা ঘটে। এদিকে, অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরীর সুপারি পাড়ার এই ভবনে রোববার রাতে বান্ধবীর সহায়তায় এক তরুণীকে কৌশলে ঢেকে আনেন পুলিশের সোর্স চান্দু। পরে তাকে ধর্ষণ করে ভবনের তিন তলার একটি রুমে। ধর্ষক চান্দু পুলিশের সোর্স ও ক্ষমতাবান হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি নয় এলাকাবাসী।
এদিকে ঘটনার পরপরই ধর্ষণে সহায়তাকারী নুরী ও তার স্বামীসহ তিনজনকে আটক করে নগরীর ডবলমুরিং থানায় আনে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে নির্যাতিতার পরিবার। অভিযুক্ত চান্দুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এরআগে আরো ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক সপ্তাহ আগে ফেনী থেকে ওই তরুণী আগ্রাবাদ সিডিএ এলাকায় চাচার বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে চাচাতো বোনের বান্ধবীর নুরীর বাসায় বেড়াতে যান। রাতে নুরী কৌশলে ধর্ষক চান্দুর হাতে তুলে দেয় ওই নারীকে। ধর্ষণের পর ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।