চট্টগ্রামে ঈদগাঁ বউবাজার এলাকার একটি গ্যারেজে আগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে ওই গ্যারেজে থাকা ১৯টি সিএনজি অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল।
রোববার (১৯ নভেম্বর) মধ্য রামপুরে জাহাঙ্গীর আলমের গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই যানবাহনগুলো পুড়ে যায়।
এদিকে, শেষ সম্বল হারিয়ে দিশেহারা সিএনজি ও গ্যারেজ মালিকরা। গাড়িতে ড্রাইভিং লাইসেন্সসহ নানা গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।