May 30, 2023, 2:59 am
সর্বশেষ:

ঘূর্ণিঝড় মোখা: জনগণের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আহ্বান ফখরুলের

  • Last update: Sunday, May 14, 2023

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জনগণের পাশে দাঁড়াতে দলীয় নেতা কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি, দলীয়করণ না করে দুর্যোগে সব মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

রোববার (১৪ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। সেখানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, জনগণের চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ৪৭ বছর পর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে মামলা দেয়া হয়েছে।

Advertisements

সরকার প্রতিনিয়ত মিথ্যাচার করছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সব ক্ষেত্রে দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা। প্রাকৃতিক এই দুযোর্গের সময়ে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই চরম প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে ইতোমধ্যে আমাদের দলের সকল নেতাকর্মীকে আমরা নির্দেশ দিয়েছি। এবং সম্ভাব্য সকল সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করেছি।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC