বর্ষিয়ান রাজনীতিবিদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (৯০) আর নেই।
শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে নগরে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যু নিশ্চিত করেছেন।
ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত ও কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সিলেট আওয়ামী লীগ তথা গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বর্ষিয়ান এই রাজনীতিবিদ সারাজীবন বিভিন্ন সামাজিক, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠান চেয়ারম্যান ছিলেন।