আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নামে মিথ্যাচার করায় গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আকরাম হোসেন সাংবাদিক সম্মেলন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, সহ-সভাপতি আশরাফ উদ্দিন তাঁরা, সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা ও প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল প্রমুখ।
উল্লেখ্য গতকাল রবিবার (২০ নভেম্বর) বিকালে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন এর জন্য উপজেলা মনোনয়ন বোর্ড কর্তৃক সোহানের নাম এক নম্বরে সুপারিশ করায় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান উৎকোচের বিনিময়ে হারিচুর রহমান সোহানকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মিথ্যাচার করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান হয়।