গোপালগঞ্জের শুক্তাইল গ্রামের এ কে এম ছরোয়ারজান বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদের আগের দিন শুক্রবার ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ও তাঁর সহধর্মিণী আবিদা হোসেনের উপস্থিতিতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার পেয়ে মানুষরা অত্যন্ত খুশি। ঈদ পূর্ববর্তী সময়ে এমন উদ্যোগ আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এসময় প্রতিজনকে তেল, ডালসহ ১৭ কেজি করে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়৷
Drop your comments: