রাজধানীর গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ জানুয়ারি) বিকেলে গুলশান শপিং সেন্টারের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। জানা গেছে, বিকেলে গুলশান শপিং সেন্টারের সামনে টাকা লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ব্যবসায়ীদের দুটি পক্ষ। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে পৌঁছায়। সেখানেও গোলাগুলির ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ৩ জন ব্যবসায়ী ও বন্দুকধারী ১ জনকে আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
Drop your comments: