কারাবন্দি অবস্থায় মারা যাওয়া দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় ‘হামলা-বাধা’, নেতাকর্মীদের গ্রেপ্তার, ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে এবং দলের আমির ডা. শফিকুর রহমানের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর জামায়াত।
সোমবার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি গাজীপুর চৌরাস্তা সংলগ্ন সেবা হাসপাতালের সামনে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রটারি মো. খায়রুল হাসান বলেন, ‘প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গর্তের কিনারায়। আইনের শাসন, মানবাধিকার, ভোট এবং ভাতের অধিকার নেই। দেশে আজ চরম স্বৈরাচারিতা, গুম-খুন, দুর্নীতি, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
’
তিনি বলেন, ‘দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ভয় এবং আতঙ্কের মধ্যে দিন পার করছে। এই গভীর সংকট থেকে উত্তরণের একমাত্র পথ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।’
খায়রুল হাসান আরো বলেন, সরকার পতনের পদধ্বনি চারদিকে অনুরণিত হচ্ছে। আসন্ন পতন ঠেকাতে বেসামাল সরকার নতুন করে জামায়াত-শিবির এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা দায়ের করছে।’
তিনি মামলা পরিহার এবং অবিলম্বে আমিরে শফিকুর রহমানের মুক্তি এবং পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
মহানগর জামায়াতের সহকারী সেক্রটারি হোসেন আলীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মহানগর জামায়াতের সহকারী সেক্রটারি আফজাল হোসাইন, মহানগর কর্মপরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাহ উদ্দিন আইয়ুবী, শ্রমিককল্যাণ মহানগর সভাপতি মো. মহিউদ্দিন প্রমুখ।