![IMG_20201014_180113](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/10/IMG_20201014_180113.jpg)
গাজীপুরের টঙ্গীতে ৪৪ নম্বর ওয়ার্ড যুবলীগের (সভাপতি পদপ্রার্থী) নেতা নাজমুল হক (৩৪) কে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
আটক নাজমুল নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার সাইদুল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবত গোপালপুর এলাকায় বসবাস করে আসছিল।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, নাজমুল দীর্ঘদিন যাবত এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহা ফরিদ ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মরকুন এলাকা থেকে ফেনসিডিল বিক্রির সময় নাজমুলকে হাতেনাতে আটক করে। তার কাছ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।