গাইবান্ধায় আশিকুর রহমান (৩২) নামের এক ছাত্রলীগনেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সোহেল মিয়া (৩০) ও প্লাবন মিয়া (৩২) নামের তাঁর দুই সহকর্মী আহত হন। জেলা শহরের পূর্বপাড়া এলাকায় হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আশিকুর রহমান ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশিকুর রহমান ২০১৫ সাল থেকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি রোববার রাত ৯টার দিকে সহকর্মী প্লাবন ও সোহেলকে নিয়ে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে। এ সময় তাঁরা আশিকুর রহমানকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশিকুরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।