করোনা মহামারির মধ্যে এ বছরের ছয় মাসে বাংলাদেশে প্রায় তিন লাখ ভিসা ইস্যু করেছে ভারতীয় হাইকমিশন।
জানা গেছে, ওই ভিসাগুলোর বেশির ভাগই মেডিক্যাল ও মেডিক্যাল অ্যাটেনডেন্ট ভিসা। চলতি বছরের শুরুর দিকে কভিড পরিস্থিতি সহনশীল থাকলেও মার্চের শেষ দিক থেকে পরিস্থিতি খারাপ হতে থাকে। ভারতে কভিড পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ থাকায় ২৬ এপ্রিল থেকে সরকার স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই মহামারির মধ্যেও ছয় মাসে তিন লাখ ভারতীয় ভিসা থেকে ধারণা করা যায়, কতসংখ্যক বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যায়।
গত বছর মার্চ থেকে ভারত সারা বিশ্বে পর্যটক ভিসা দেওয়া স্থগিত রেখেছে। এখন বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছে তাদের বেশির ভাগই মেডিক্যাল চিকিৎসার জন্য রোগী ও তাদের ‘অ্যাটেনডেন্ট’রা।
পর্যটক ভিসা ছাড়া ব্যবসা, কর্মসংস্থানসহ অন্য সব ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভারত।
কভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারত এখন শর্ত সাপেক্ষে পর্যটক ভিসা দেওয়া শুরু করার কথা বিবেচনা করছে।