গ্রিসের রাজধানী এথেন্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্থাপিত প্রথম মসজিদটি খুলে দেওয়া হয়েছে। অটোমান সাম্রাজ্যের পতনের দুইশ বছর পর দেশটিতে এই প্রথম মুসলিমদের স্থায়ী উপাসনালয় স্থাপিত হলো। গতকাল শুক্রবার এই মসজিদটিতে প্রথমবারের মত জুমার নামাজ আদায় করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমণের ঝুঁকির কারণে সীমিত সংখ্যক মুসলিম উপস্থিত হয়েছিলেন গ্রীসের প্রথম মসজিদের প্রথম জুমার নামাজে।
এ নিয়ে মসজিদ গভর্নিং কাউন্সিলের সদস্য হায়দার আশির বলেন, এথেন্সে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা এই মসজিদের জন্য অনেক সময় ধরে অপেক্ষা করেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে শেষ পর্যন্ত মসজিদটি খুলেছে এবং স্বাধীনভাবে আমরা নামাজ পড়তে পেরেছি।
২০১৬ সালে গ্রিসের পার্লামেন্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই মসজিদটি নির্মাণের অনুমোদন দেয়৷ এরপর থেকে এর নির্মাণকাজ চলছিল৷১৮৩৩ সালে অটোমানদের হাত থেকে গ্রিস মুক্ত হবার পর এথেন্সে আর কোনো মসজিদ ছিল না৷ বর্তমানে বৃহত্তর এথেন্সে প্রায় তিন লাখ মুসলিমের বাস৷ ১৮৯০ সালে গ্রিসের সংসদে এথেন্সে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব গৃহীত হলেও তা নানা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বাস্তবায়িত হয়নি৷