May 22, 2022, 11:30 pm

খুলনা-ঢাকা মহা সড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • Last update: Sunday, May 1, 2022

জেলা প্রতিনিধি বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

রোববার (১ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশ কর্মকর্তা বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।’

Advertisements

নিহতরা হলেন বাস ও ট্রাকের চালক এবং দশ মাস বয়সী আয়ান শেখ। বাস ও ট্রাকচালকের পরিচয় এখনও জানা যায়নি। নিহত আয়ান টাঙ্গাইলের মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে বাসে ছিল। মোল্লাহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক শেখ আবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ জানান, দুর্ঘটনায় আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC