করোনায় আক্রান্ত খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, গতকাল আইসিডিডিআর,বি’র পিসিআর ল্যাবরেটরিতে খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ভালো আছেন। তার কোনো উপসর্গ নেই। তিনি ডা. এ কে এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসাধীন রয়েছেন। বলেন, সারাদেশে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে।
Drop your comments: