স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এসেছে। আইনি মতামত নেয়ার জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এক্ষেত্রে সর্ব্বোচ পর্যায়ে সিদ্ধান্ত হবে।
বুধবার (১৬ মার্চ) সকালে সচিবালয়ে ২৫শে মার্চ কালরাত এবং ২৬শে মার্চ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ২৬শে মার্চকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা ঠেকাতে কাজ করছে গোয়েন্দা সংস্থা। নাশকতা করার মতো কোনো সম্ভাবনার খবর নাই, তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
২৬শে মার্চের দিন ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত আমিনবাজার থেকে নয়ারহাট পর্যন্ত সাধারণের চলাচল এবং যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সময় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন।