বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, খাবারের মধ্যে বিষপ্রয়োগ করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার। সোমবার (১৬ অক্টোবর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় বিষপ্রয়োগে হত্যার নজির আছে। কারাবন্দি বেগম জিয়াকে নিশ্চিতভাবে খাবারের মধ্যে বিষপ্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সরকার। লন্ডনে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটি স্পষ্ট।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে। কারাগারে যাওয়ার আগে এতোটা অসুস্থ ছিলেন না তিনি। কেনো তার এতোটা দুরাবস্থা হলো? উন্নত চিকিৎসা বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের এ অবস্থার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র দায়ী।
রিজভী আরও বলেন, প্রতিহিংসার রাষ্ট্রনীতি গ্রহণ করেছে সরকার। স্বার্থসিদ্ধির জন্য বিরোধী দলীয় নেতা হত্যার দৃষ্টান্ত স্থাপন করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানোই সরকারের উদ্দেশ্য।