ক্ষমতায় টিকে থাকতে স্পর্শকাতর বিষয়ে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে সরকার। এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, অস্থিতিশীল পরিবেশ করে ঘোলা পানিতে মাছ শিকার করার ইতিহাস আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়। সরকারের মদদপুষ্টেই দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে, তখনই দেশে সাম্প্রদায়িক হামলা হয়েছে। পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
Drop your comments: