গত ১৪ মার্চ, ২০২১ খ্রিঃ তারিখ ১২:০০ ঘটিকায় র্যাব- ১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল মবিল, লুবরিক্যান্ট ও ইঞ্জিন অয়েল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০১টি প্রতিষ্ঠানের মালিককে নগদ- ৫০,০০০ (পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত প্রায় ৪০ লাখ টাকার মূল্যমানের নকল মবিল, লুবরিক্যান্ট ও ইঞ্জিন অয়েল উৎপাদনের কাঁচামাল ও প্যাকেজিং উপকরণ জব্দ করা হয়। একইসাথে উক্ত নকল মবিল, লুবরিক্যান্ট ও ইঞ্জিন অয়েল উৎপাদন প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল মবিল, লুবরিক্যান্ট ও ইঞ্জিন অয়েল উৎপাদন, মজুদ ও বিক্রি করে