লাবিব হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: কুয়াকাটা সৈকত থেকে স্থানীয় নিজাম নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন সৈকতে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পেশায় ভ্যানচালক নিজামের (১৯) বাড়ি কুয়াকাটার দক্ষিণ মুসল্লিয়াবাদ গ্রামের জয়নাল খানের ছেলে।
পুলিশ জানায়, নিজাম বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সৈকতে সাঁতার কাটতে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে লাশটি ভেসে ওঠে। সাঁতার না জানায় নিজামের মৃত্যুর কারণ বলে ধারণা করছে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান লাশ উদ্ধারের কথা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Drop your comments: