যশোর জেলা প্রতিনিধি: মৃত্যুর মুখ থেকে মায়ের কোলে ফিরে এসেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নিখোঁজ হওয়া ফিরোজ শিকদার।
সোমবার (৬ মে) দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ফিরোজ কে হস্তান্তর করেছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানার হেফাজতে দেয়া হয়।
গত ২৭ মে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ ছিলেন ফিরোজ। পটুয়াখালী জেলার গলাচীপা থানার আমখোলা গ্রামে জাকির হোসেন মিলন শিকদার এর ছেলে ফিরোজ।
ফিরোজ জানান, তাদের পরিবারের আত্মীয়রা মিলে ৬ জন ২৬ মে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যায়। পরদিন দুপুরে গোসল করতে নেমে প্রবলে স্রোত তাকে টেনে নিয়ে যায়। পানিতে ভাসতে থাকা অবস্থায় পানিতে দেখা মেলে একটি কলা গাছের। গাছটি আঁকড়ে ধরে না খেয়ে না ঘুমিয়ে বেঁচে থাকার চেষ্টা করে সে। ৪দিন গভীর সমুদ্রে জীবন আর প্রবল স্রোতের সাথে যুদ্ধ করে অবশেষে ঠিকানা খুঁজে পায় ভারতের চেন্নাই শহরে। সেখান থেকে বাড়িতে ফোন যোগাযোগ করে। পরে সেখানকার পুলিশের সহায়তায় দেশে ফিরতে পেরে খুব ভাল লাগছে। ফিরোজকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানা গেছে।