কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারুকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার নওদাবশ এলাকার আফছার আলীর ছেলে কফিল উদ্দিন (৪৫), নুরু মিয়ার ছেলে রাজু মিয়া (২৭), কাচু মামুদের ছেলে আমিরুল ইসলাম (৩৮), মৃত মজিবর রহমানের ছেলে সবুজ সরকার (৪৮), রজব আলীর ছেলে নুরুজ্জামান (৪৩) ও মৃত জহুরুল হকের ছেলে আজম আলী (৪৭)।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিভিত্তে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয়।
সোমবার দুপুরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।
Drop your comments: