কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসাদুল হক (৩২)কে আটক করেছে পুলিশ। আটক আসাদুল উপজেলার সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া (ঘুন্টিঘর) গ্রামের গাজিউর রহমানের পুত্র।
গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাহাট ব্রিজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক আসাদুল হককে আটক করে থানা পুলিশ।
জানা গেছে, ঘটনার দিন গত ১৫ জুন রাতে ধর্ষণের শিকার হওয়া গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। গৃহবধূ রাত অনুমানিক সাড়ে আটটার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত আসাদুল রাত আনুমানিক ১২টার দিকে কৌশলে ঘরে প্রবেশ করে ওড়না দিয়ে মুখ বেধে তাঁকে ধর্ষণ করে। ধর্ষণকালে গৃহবধূর স্বামী বাড়িতে ফিরে এলে তাঁর উপস্থিতি টের পেয়ে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে মিমাংসার আশ্বাস দেয় ধর্ষকের পরিবার।গত ২০ জুন অনুষ্ঠিত শালিসে ধর্ষণের শিকার গৃহবধূ ও তাঁর স্বামীর নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধু বাদী হয়ে ৩০ জুন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।