![IMG_20200508_195943.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/05/IMG_20200508_195943.jpg)
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন।
জানা গেছে,বৃহস্পতিবার (৭ মে) উপজেলার যাদুরচর ইউনিয়নের উত্তর আলগার চর সীমান্তে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচা আছিম উদ্দিন (৪৫) ভাতিজা আকবর আলীর (২৭)এর বুকে সুড়কি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয়া জানায়, সকালে ভাতিজা আকবর চাচা আছিম উদ্দিনের বাড়িতে পৌঁছা মাত্রই সুড়কি দিয়ে আঘাত করে।পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এঘটনায় চাচা আছিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান,ঘাতক আছিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।আসামীকে শুক্রবার(৮ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।