সুজন কুমার কর্মকার, কুষ্টিয়াঃ রোটারী ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে ৬ হাজার মাস্ক বিতরণ কর্মসূচির শুরু হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এএইচএম আনোয়ারুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলমের হাতে এসব মাস্ক তুলে দেন রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ।
এ সময় রোটারিয়ান অজয় সুরেকা লেফটেন্যান্ট গভর্নর, রোটারিয়ান কাজী আলো পাস্ট প্রেসিডেন্ট, রোটারিয়ান এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি প্রেসিডেন্ট নোমেনী, রোটারিয়ান বিশ্বজিৎ সাহা সন্টু, রোটারিয়ান জাহিদুল ইসলাম রনি সেক্রেটারী, রোটারিয়ান তানভির, রোটারিয়ান রোকনুজ্জামান নান্টু, রোটারিয়ান ফামিদা জামান বর্নি রোটারিয়ান এম ডি আনোয়ার হোসেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলমান বৈশ্বিক মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোটারী ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে বিপুল পরিমাণ মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লু ন্যাজেল ক্যানেলা, গার্বেজ ব্যাগসহ পিপিইসহ চিকিৎসা সরঞ্জামাদী বিতরণের জন্য দেওয়া হয়েছে।