তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানায় ১৫৫ পিছ ইয়াবাসহ আব্দুস সামাদ(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ এক অভিযান পরিচালনা করে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভুইগাও গ্রাম থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে আটক করে।
আসামি আব্দুস সামাদের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার দক্ষিণ কেওলাকান্দি গ্রামের সোহাগ মিয়ার ছেলে।
এবিষয়ে জানতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বুধবার (৩০ নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।