তিমির বনিক,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের ওপর পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রাম এলাকার রেললাইন থেকে রেলওয়ে থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন বলেন, গুপ্তগ্রাম এলাকার রেললাইনে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল হতে রেলওয়ে থানা-পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি কখন ঘটেছে তা কেউ বলতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তার পর আসল ঘটনার সত্যতা জানা যাবে।