কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড গোবিন্দপুরে পুকুরে ঢিল মারার জের ধরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। মঙ্গলবার (২৬জুলাই) নগরীর মক্কা টাওয়ারে আয়োজিত সংবাদ সন্মেলনে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আমেনা বেগম ও তার পরিবার।
লিখিত বক্তব্যে আমেনা বেগম জানান, তার বোনের ছেলে মোশারফের মাছ চাষের পুকুরে ঢিল মারাকে কেন্দ্র করে বাগবিতন্ডার এক পর্যায়ে গত ২৩-০৭-২২ইং রাত ১টায় রাজীব খান ও রবিন খানসহ তাদের সন্ত্রাসীরা বাড়ির গেইটের সামনে অগ্নিকান্ড করে ককটেল ফাটিয়ে তার ২ ভাইকে ধারালো অস্ত্র ও পিস্তল দিয়ে মারাত্মকভাবে আহত করে। একইভাবে তারা মোশারফকেও আহত করে।
তিনি আরোও বলেন, এ বিষয়ে কোতয়ালী মডেল থানা, কুমিল্লায় রাজীব খান, রবিন খানসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের নামে একটি এজাহার দায়ের করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন তারা। এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।