কুমিল্লার চান্দিনায় একটি কম্পিউটার দোকানে করোনাভাইরাসের জাল সনদ তৈরির অভিযোগে মোর্সেদ আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। রবিবার দুপুরে চান্দিনা মধ্য বাজারের বিছমিল্লাহ এন্টারপ্রাইজ নামে এক কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়। কুমিল্লা র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাকিব বিষয়টি নিশ্চিত করেন।
এ সময়ে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কালার প্রিন্টার, ১টি কী-বোর্ড, ১টি মাউস, ১ টি স্ক্যানার, ১টি মডেম, ১টি পেন ড্রাইভ, ৩ টি মোবাইল, ২টি করোনাভাইরাস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও প্রতারণার মাধ্যমে নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটক মোরশেদ আলম কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
জানা যায়- বৈশ্বিক মহামারী করোনাভাইরাস শুরুর পর থেকে করোনাভাইরাস নেগেটিভ, আবার কারো পজেটিভ এমন ভুয়া রিপোর্ট তৈরি করে চলছিল ওই কম্পিউটার দোকান মালিক। এ ছাড়া বিভিন্ন বোর্ড পরীক্ষার জাল সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সীলমোহর তৈরির নামে প্রতারণা করার অভিযোগে তাকে আটক করে র্যাব-১১।