মঈন নাসের খাঁন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন নবীন এক সংবাদকর্মী। বৃহস্পতিবার (১৫ জুন) কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন তিনি। রবিবার (১৮ জুন) নগরীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবীন ওই সংবাদকর্মী।
ওই সংবাদকর্মীর নাম আবুল হাসনাত সজিব। সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকায় কুমিল্লার স্টাফ রিপোর্টার ও কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই জমি দখল নিয়ে সংবাদ প্রচারকে কেন্দ্র করে স্থানীয় একই এলাকার আবুল বাশার, পিতা হাজী আলী হোসেন গংদের সাথে দ্বন্দ্ব হয়। সংবাদ প্রচার করার আগেই হুমকি দিতে থাকে ওই প্রভাবশালী মহল। যার কল রেকডিং প্রমান হিসেবে আমার কাছে আছে।
এক পর্যায়ে গত বৃহস্পতিবার (১৫ জুন ) তার বাড়িতে এসে তার বাবা মা ও পরিবারের লোকজনদের হুমকি দেয় তারা। পরে তাকে না পেয়ে চলে যায়। সন্ধ্যায় ওই সংবাদকর্মীর মোবাইলে কল দিয়ে হুমকি দেয়। ওই সময় মোবাইলে তারা তাকে কেটে টুকরো টুকরো করে গোমতী নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে ওই সংবাদকর্মী কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরে তা তদন্তের জন্য কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিরুল ইসলামকে দেয়া হয়। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওই জায়গার মালিক পারভিন বেগম। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমরা ৫ বছর আগে এই জায়গা একজনের কাছ থেকে স্টাম্পের সই দিয়ে কিনে নেই। কিন্তু দুইমাস আগে এই চেয়ারম্যান এসে আমাদের জায়গা দখল করেছে।
নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, আমার কাছে নথি এসেছে। আমি একটি অভিযানে ছিলাম। বিষয়টি নিয়ে কাজ করা শুরু করেছি।