September 22, 2023, 3:54 am

কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • Last update: Monday, September 18, 2023

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন প্রায় আরও ১০ জন।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চাল্লিভাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisements

নিহত মো. নিজাম সরকার (৩৫) মেঘনা থানার চন্ডীভাঙ্গা গ্রামের বাসিন্দা । তিনি চাল্লিভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।

আহতরা হলেন, মো. রমজান (৩৫), মো. খালেদ হাসান (১৯), মো. হানিফ (৪৫), মো. দেলোয়ার (৩২), মো. ইব্রাহীম (২৮), মো. ওয়াসিম (৩৫), মো. আনিস সরকার (২৫), মো. সুমন (২৪), মো. টিটু (৩০), মো. শাকিল (২২)।

নিহতের বন্ধু নিজামুদ্দিন জানান, সোমবার সকালে ওই বাজারে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান সংসদ সদস্য সেলিনা আক্তার মেরি ও মেঘনা থানার চেয়ারম্যান মো. শফিক গ্রুপের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে সংঘর্ষে প্রায় ১১ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিজাম মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সোমবার সকালে আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নিজাম নামে একজন নিহত হন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC