কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা নগরের রামঘাটস্থ জেলা আওয়ামীলীগ কার্য্যালয় থেকে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র ব্যানার ফেস্টুন নিয়ে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক রেলপথমন্ত্রী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পার্থ সারথি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন , সাংগঠনিক সম্পাদক রূপম মজুমদারসহ আরো অনেকে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও তাঁতিলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে বিএনপি-জামায়াত সরকারের আমলের সন্ত্রাস-নৈরাজ্য গুলো জনগণের সামনে তুলে ধরার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।