রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করণে নির্বাচনি প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে নিয়ে স্মারকলিপি দিয়েছে ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্ফার্স (এনসিটিএফ)।
আজ (১১ডিসেম্বর) সোমবার জেলা প্রশাসক মাহাম্মদ সাইদুল আরীফ এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বরাবর এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের জেলা সভাপতি মার্জিয়া মৃধা, সহ-সভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সম্পাদক মুহাম্মদ সাদাত সিফার সিলভী, কামরুননাহার কনা, জানাতুল ফেরদৌস যুথি, চাইল্ড পার্লামেন্ট সদস্য সোফিয়া বরণ, ইয়েস বাংলাদশের জেলা ভলেন্টিয়ার রেজওয়ানুল হক নুরনবী ও খাদিজা আক্তার। নির্বাচনি কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য স্মারকলিপি প্রদান করা হয়।