রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিভিন্ন নির্বাচনী এলাকায় কঠিন কঠোর দায়িত্ব পালনে এগিয়ে রয়েছে নারী পুলিশ সদস্যরাও। তারা উলিপুর, রাজারহাট, ফুলিবাড়ী সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ জায়গায় দিচ্ছে টহল, কখনো শামিল হচ্ছে যৌথ টহলে, কখনোবা কুইক রেসপন্স টিম হিসাবে যাচ্ছে বিভিন্ন ঘটনাস্থলে। এই টিমের সদস্যরা দায়িত্ব পালনের পূর্বে পুলিশ লাইন্সে দক্ষ পুলিশ ইন্সপেক্টর দ্বারা নিয়েছে ইনটেনশিভ প্রশিক্ষণ।
এই টিমের নেতৃত্ব দিচ্ছেন এএসআই তানিয়া। তিনি বলেন আমরা প্রশিক্ষিত, আমরা সাহসী, আমরা যে কোন দায়িত্ব পালনে সর্বদাই প্রস্তুত। আমরা বিভিন্ন ডিউটি পালন করছি, যৌথ টহলে যাচ্ছি। কিউআরটি,মোবাইল, স্ট্রাইকিং সহ কেন্দ্রে দায়িত্ব পালনসহ দুষ্কৃতকারী গ্রেফতার, নাশকতাকারী গ্রেফতারেও আমরা এগিয়ে আছি।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় জেলা পুলিশের পুরুষ সদস্যদের পাশাপাশি নারী পুলিশরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।