রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের দাবিতে সোমবার (১ জানুয়ারি) আদালত বর্জন করেছেন কুড়িগ্রামের বিএনপি পন্থী আইনজীবীরা। নির্বাচন বর্জন, গণতন্ত্র ও আইনের শাসন তারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের পাশাপাশি লিফলেট বিতরণ করবেন। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ইউনাইটেড ল-ইয়ার্স কাউন্সিলের আয়োজনে কুড়িগ্রাম জজকোর্ট আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আইনজীবীরা একত্রিত হয়ে নির্বাচন বর্জনের স্লোগান দেন।
এ কর্মসূচীতে আইনজীবী নেতারা অভিযোগ করে বলেন, বর্তমানে দেশের কোথাও ন্যায়বিচার নেই।
আদালতগুলোতে বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এসব অন্যায়ের প্রতিবাদে সারা দেশে আদালত বর্জনের ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে আইনজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়ে শুনানিতে অংশ নিচ্ছেন না।
আইনজীবীরা বলেন, নেতাকর্মীদের সাজা দিতে রাত পর্যন্ত সাক্ষ্যগ্রহণের নজিরস্থাপন করা হয়েছে। বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এসবের প্রতিবাদের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আদালত বর্জন করেছি।
অবস্থা নকর্মসূচীতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এডভোকেট ছাহের উদ্দিন মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাশেম, সাধারণ সম্পাদক এড্ বজলুর রশীদ, এড্ আশরাফ আলী সহ ইউনাইটেড ল- ইয়ারর্সের আইনজীবী নেতারা ।