মহামারি করোনার সংক্রমণ মোকাবিলায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বেসরকারি দুই বিমানসংস্থা ইউএস-বাংলা ও নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে।
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনেই ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে এয়ারলাইনসন দুটির কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা জানিয়েছে, তারা প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে।
ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ০৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করবে।
নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বিকেল ৩টা এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ৫ মিনিটে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে।