September 22, 2023, 10:01 am

কামারখন্দে হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Last update: Monday, January 16, 2023

আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ১৫/০১/২০২৩ ইং তারিখ বিকাল ০৩:১৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ধোপাকান্দি গ্রাম থেকে আমিরুল মন্ডল এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শত ২৬গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী শিরিয়া বেগম(৫১), স্বামী মোবারক হোসেন, পিতাঃ মৃত্যঃ কছিম উদ্দিন সরকার, সাং- দুলগাগড়া খালী, পোষ্টঃ কল্যানপুর, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ।

Advertisements

র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবুল হাসেম সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করছিলেন।
তিনি আরো বলেন, এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC