গতকাল ১৪ ডিসেম্বর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠিত হয়। মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম আহমদীর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন আল্লামা মমতাজুল হক নূরী, অধ্যাপক আ. ম. ম. জাবের, সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ লোকমান প্রমুখ। এ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আল-বদর ও আল-শামস এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালী জাতিকে মেধা ও নেতৃত্বশূণ্য করতে চেয়েছিল। পরবর্তীতে ১৯৭৫ সালের এদের দোসরদের হাতেই শহীদ হন জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যরা। মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী, শহীদ মুক্তিযোদ্ধা এবং শহীদ বঙ্গবন্ধু পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Drop your comments: