নিষেধাজ্ঞা থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ত্রয়োদশ আসরে খেলা হয়নি সাকিব আল হাসানের। তবে আগামী আসরের জন্য বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি আগ্রহ ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। বৃহস্পতিবার আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্স। সাকিবের আইপিএল ক্যারিয়ার শুরুই হয়েছিল কলকাতায়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইট রাইডার্সের হয়ে খেলেন টাইগার অলরাউন্ডার। এরপর ২০১৮ ও ২০১৯ আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দুই বছর পর আবারো আইপিএলে সাকিবকে মাঠ মাতাতে দেখা যাবে কলকাতার জার্সিতে।
চেন্নাইয়ে চতুর্দশ আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে সাকিবকে নিয়ে লড়াইটা চলছিল কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। শেষ পর্যন্ত জয়ী হয় কলকাতা।
আগামী এপ্রিল ও মে মাসে ভারতে বসবে আইপিএলের ১৪তম আসর।