করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ায় সৌদি যাওয়া হলো না দুজন প্রবাসীর। তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শনিবার বিকেলে সৌদিগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে ফ্লাইটে যেতে আসা এক প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। স্কয়ার হাসপাতাল থেকে তিনি পরীক্ষা করেন। করোনা পজিটিভ হওয়ার পরও বিমানবন্দর আসলে তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে আজ রবিবার দুপুরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে ফ্লাইটে যেতে আরেক করোনাভাইরাস পজিটিভ যাত্রী আসেন।
তাকেও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Drop your comments: