পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নভেল করোনাভাইরাসে আক্রান্ত। তবে তার শারীরিক তেমন কোনো সমস্যা নেই। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তবে তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। কিন্তু বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
তার রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
Drop your comments: