নিজস্ব প্রতিবেদকঃ কোভিড-১৯ এর বিধি লঙ্ঘনের দায়ে একদিনে দুবাইমলসহ চারটি মলে শতাধিক দোকানকে জরিমানা ও ১৪২২টি দোকানকে সতর্ক করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুবাইয়ের শীর্ষ চারটি মলে প্রশাসন জরিমানা ও সতর্ক করে। দুবাই মল, মল অফ এমিরেটস, মিরদিফ সিটি সেন্টার এবং ফেস্টিভাল সিটি মলে সামাজিক দূরত্বের নিয়ম ও করোনার অন্যান্য আইন অনুসরণ না করায় এ জরিমানা ও সতর্কতা করা হয়েছে।
আমিরাতে আবারও করোনার সংক্রমণ বৃদ্ধি হওয়ায় প্রতিরোধে প্রশাসন খুবই সতর্ক রয়েছে। দেশটির সরকার ইতোমধ্যে সকল নাগরিককে নিজ দায়িত্ব করোনার সংক্রমণ প্রতিরোধে এগিয়ে আসার আহব্বান জানিয়েছে।
Drop your comments: