করোনা সংক্রমণের কারণে যে টেস্টগুলো করানো যায়নি, সেসব রুটিন পরীক্ষার জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এর বাইরে জটিল কিছু নয়।
এই তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আশা করছেন, আগামী দু এক দিনের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা শেষে বাসায় ফিরতে পারবেন খালেদা জিয়া। নিয়মিত চেকআপের পাশাপাশি কিছু টেস্ট আছে যেগুলো করাতে হলে দীর্ঘ সময় হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হয়। এছাড়া আসা যাওয়ার জটিলতার কারণেও কয়েকদিন হাসপাতালে থাকার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
চিকিৎসকরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
Drop your comments: