করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের পরিচালক ওয়াদুদুর রহমান পান্না (৭০)। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বেশ কয়েকদিন ধরে ফুসফুস ও হৃদপিণ্ডের সমস্যায় ভুগছিলেন। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে সকাল সাড়ে ১০টায় গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের অনকল চিকিৎসক ডা. শৈলেন্দ্র নাখ বিশ্বাস বলেন, সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা নিয়ে পরীক্ষা করার মত সময় পাওয়া যায়নি। করোনা উপসর্গ থাকায় তাকে হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা দিয়ে অক্সিজেন দেওয়া হয়েছিল।
ওয়াদুদুর রহমান পান্না ষাটের দশকে সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি বাংলার বানী পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক জন্মভূমি পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদক থেকে সম্পাদক শহীদ হুমায়ূন কবীর বালুর মৃত্যুর পর সম্পাদকের দায়িত্ব নেন। তিনি খুলনা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও সম্পৃক্ত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে।
মরুহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় মরদেহ জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনে রাখা হবে। এরপর বাদ জোহর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ।