করোনা চিকিৎসায় বিশ্বব্যাপী উন্নতির সাথে সাথে বাংলাদেশেও উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ আয়োজিত এক ওয়েবিনায়ে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এসময় তিনি জানান, করোনা সংকটে প্রতিকূল পরিস্থিতির কারণে প্রজনন স্বাস্থ্যসেবা কিছুটা ব্যহত হয়েছে। তবে এখন পুরোদমে কার্যক্রম চলাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ।
স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, জন্ম নিয়ন্ত্রণে বাংলাদেশ বেশ সফলতা অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকলে জন্মবৃদ্ধির হার আরও কমে আসবে।
Drop your comments: