মিনহাজ দিপু ,কয়রা: কয়রায়-মাছের পোনা অবমুক্ত,আলোচনা সভা,ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে কয়রায় উদ্বোধন হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো.মোমিনুর রহমান সভাপতিত্বে কয়রা উপজেলা পরিষদের পুকুরে রুই -কাতলা মাছের পোনা অবমুক্ত করে,২৪ হতে ৩০ জুলাই সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। এর পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মংস্য অফিসার মো. আমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস – চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাকীম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম। নির্বাচন অফিসার মো.হযরত আলী, কৃষি সম্পসারন কর্মকর্তা সুব্রত দাশ সহ অন্যান্যরা।
অনুষ্ঠান ও আলোচনা সভার আগে উপজেলা পরিষদ হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিত করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
চিংড়ি চাষে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ চিংড়ি চাষে সফলতার জন্য হাবিবুল্লাহ বাহার, বিভিন্ন প্রজাতির মাছের পোনা উৎপাদনে সফলতার জন্য মো. জাহাঙ্গীর আলম, ভেটকি মাছ চাষে সফলতার জন্য ইমদাদুল কবিরাজ,তরুণ মংস্য উদ্যোক্তা হিসেবে ইব্রাহিম হোসেন ও চিংড়ি চাষি সংগঠক হিসেবে খড়িয়া চিংড়ি চাষী ক্লাষ্টার খড়িয়া মহারাজপুরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।