মিনহাজ দিপু, খুলনা: কয়রায় বিভিন্ন কর্মসূচির মধ্যো দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কয়রা থানাপুলিশ, মুক্তিযোদ্ধাসংসদ, আওয়ামী লীগ, বিএনপি, উপজেলা প্রেসকাব, কয়রা সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সেচ্ছাসেবী সংগঠন।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনতায়নে এক অলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.কমলেস কুমার সানা,নাসিমা আলম,থানা অফিসার ইনচার্জ মো.এবিএম দোহা (বিপিএম),প্রাণী সম্পাদক কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ সহ অন্যান্যরা।
অপর দিকে কয়রা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চলনায় এক আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।